সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

‘করবো ভূমি পুনরুদ্বার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার (০৫ জুন) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবির হোসেন, চুয়াডাঙ্গা পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কিসিঞ্জার চাকমা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের। পরিবেশ সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।

চাঁপাইনবাবগঞ্জে : জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একাট শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ দূষণ, বায়ুদূষণ, মাটি দূষণ, প্লাস্টিক দূষণের কারণে প্রাকৃতিক দুর্যোগসহ নেতিবাচক দিকসমূহ তুলে ধরেন।

মৌলভীবাজার : দিবসটি উপলক্ষে র্যালি এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা। এসময় আরোও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টাঙ্গাইল : টাঙ্গাইলে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম। টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরমেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। অপরদিকে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখা ও সবুজ পৃথিবীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে দেলদুয়ার উপজেলার মীরকুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। র্যালিতে খরা মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব সংশ্লিষ্ট ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে বিভাগটির শিক্ষার্থীরা। র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. রকিবুল হাসানের সভাপতিত্বে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক  ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক  ড. তুষার কান্তি সাহা, শিক্ষক সমিতির সাধারণ সমপাদক ড. মো. শফিকুল ইসলাম, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিসহ ইএসই বিভাগের অন্য শিক্ষকরা।

পার্বত্যাঞ্চল : মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমান।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আলী হোসেন,  মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তর প্রধান, ছাত্র/ছাত্রী, এনজিও কর্মী, সাংবাদিক,সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন প্রতিষ্ঠানে চারা বিতরণ করেন।

মুন্সীগঞ্জ : দিবসটি উপলক্ষ্যে মুন্সিগঞ্জে একযোগে ৩৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপন। এসময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফল-ফুল ও বনজ বিতরণ করা হয়। পরে জেলার ৬ উপজেলায় বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষরোপণে অংশ নেন সকলে। নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উৎসাহী শিক্ষার্থীরা। এদিকে জেলা প্রশাসন জানান, জেলায় ১ লাখ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সামপ্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫হাজার গাছে চারা রোপণ করা হলো। 

নীলফামারী : জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা কান্তি ভুষণ কুন্ডু, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

রাঙ্গামাটি : দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ। সভার শুরুতে পরিবেশ নিয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম মান্না। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান, আলোচনা সভা ও ম্যাটোরিয়াল সাপোর্ট ফর পোটিনার ১৭টি স্কুলের জন্য পিউর হট ওয়াটার ফিল্টার বিতরণ অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী একাডেমি সুপার ভাইজার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুডনেইবারস উত্তরাঞ্চল এরিয়া প্রধান সিমান্ত চিসিম, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেবশর্মা, গুডনেইবারস্ এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকারসহ আরও অনেকে।

কয়রা (খুলনা) : উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও বিএম তারিক উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো. দারুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশিদ, শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন এসডিআরআর প্রকল্প কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনেরা উপস্থিত ছিলেন।
   
মহেশখালী (কক্সবাজার) : কক্সবাজারের মহেশখালী উপজেলা চত্বরে ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনটির মহেশখালী উপজেলার আহ্বায়ক মহেশখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি জে এইচ এম ইউনুসের সভাপতিত্বে ও ধরার মহেশখালী উপজেলার সদস্য সচিব সাংবাদিক আজিজ সিকদারের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা ধরার সিনিয়র সহসভাপতি, মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি  সাংবাদিক এম হোবাইব সজীব, দৈনিক ভোরের কাগজের মহেশখালী প্রতিনিধি এম বশির উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতারা। বক্তারা কুহলিয়া নদী ও কবুতরের দিয়াখালসহ দখল হয়ে যাওয়া নদী ও খাল উদ্ধারের দাবি জানিয়েছে। 

গাজীপুর : গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কায়ালয়ের নাটমন্দিরে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক নয়ন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি সালমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

কাপ্তাই (রাঙামাটি) : পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ, কাপ্তাই রেঞ্জের আয়োজনে ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় র্যালি, আলোচনা সভা এবং চারা বিতরণ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ইউএনও মো. মহিউদ্দীন। এসময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে  কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিনসহ বনবিভাগের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটা প্রেস ক্লাবের হলরুমে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশর যৌথ আয়োজনে পাথরঘাটায় ড্রেনেজ ব্যবস্থা উন্নিতকরণ, সাগর-নদীর প্লাস্টিক বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ এবং বাস্তবায়নে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  পরে পৌর শহরে র্যালি শেষে পাথরঘাটার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মো. ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবীব, পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সমাজকর্মী মেহেদী শিকদার, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

রাজস্থলী (রাঙ্গামাটি) : উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও কারিতাসের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এতে ইউএনও সজীব কান্তি রুদ্র সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রবার্ট ত্রিপুরা, পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী এলাকার প্রান্তিক চাষিরা।

টিএইচ